Header Ads

দীর্ঘ দিন পর আবার একসাথে ঐশ্বর্য-অভিষেক

নজরবন্দি ব্যুরোঃ ২০১০এ মণি রত্নম-এর 'রাবন' এর পর আর তাঁদের একসাথে দেখা যাইনি। তাই আবার অনুরাগ কাশ্যপ এর হাতধরে আবার এক সঙ্গে পর্দায় আসতে চলেছে ঐশ্বর্য ও অভিষেক।

অনুরাগ কাশ্যপের আগামী ছবি 'গুলাব জামুন'-এ একসঙ্গে জুটি বাঁধছেন ঐশ্বর্য ও অভিষেক। খুব শীঘ্রই এই বিষয়টি ছবির নির্মাতাদের তরফে জানানো হবে বলে খবর। তবে এই ছবিতে অনুরাগ কাশ্যপকে পরিচালকের ভূমিকায় নয়, দেখা যাবে প্রযোজকের ভূমিকায়। ছবির পরিচালনা করবেন সরভেশ মারওয়া।
DESCRIPTION OF IMAGE
Theme images by caracterdesign. Powered by Blogger.