Breaking News

মুখ্যমন্ত্রী বলার পরেও অনলাইনে মিলছে না কলেজে ভর্তির তথ্য! বিক্ষোভ অভিভাবকদের।নজরবন্দি ব্যুরোঃ কলেজে ভর্তি হতে গিয়ে নাজেহাল হতে হয়েছে পড়ুয়াদের, এই চিত্র তুলে ধরা হয়েছে সংবাদ মাধ্যম গুলিতে। সেই সমস্যা সমাধানে উপায় বাতলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে, জানিয়েছিলেন তিনি। কিন্তু সেখানেও সমস্যায় পড়ছেন পড়ুয়ারা ও তাদের অভিভাবকরা। অনলাইনে আসন ও ভর্তি সংক্রান্ত সব তথ্য মিলছে না, এই অভিযোগ জানিয়ে সুরেন্দ্রনাথ কলেজের সামনে বিক্ষোভ দেখান অভিভাবক ও পড়ুয়ারা। 
তাদের দাবি, ভর্তি সংক্রান্ত সমস্ত প্রয়োজনীয় তথ্য দিতে হবে কলেজের ওয়েবসাইটে। এই বিষয়ে কলেজের অধ্যক্ষ জানিয়েছেন, আজই তারা সন্ধ্যেয় বৈঠক করবেন। তারপরেই যাবতীয় তথ্য দেওয়া হবে ওয়েবসাইটে।

No comments