Breaking News

এবার অনশনে ধর্নায় মেডিক্যাল কলেজের পড়ুয়ারা।নজরবন্দি ব্যুরোঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পর এবার অনশনে বসলো কলকাতা মেডিক্যাল কলেজের পাঁচ পড়ুয়া। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তারা।


কলকাতা মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য পৃথক হস্টেল রয়েছে। অথচ কোনো সুবিধাই পাননা জুনিয়র ডাক্তার ও পড়ুয়ারা। তাদের থাকতে হয় পুরনো বিল্ডিংয়ে।একই ঘরে একাধিক ছাত্রকে থাকতে হয়। হাসপাতাল কর্তৃপক্ষও তাদের জন্য আলাদা ঘর বরাদ্দ করেনি। এই অভিযোগ জানিয়ে আজ দুপুর আড়াইটে থেকে অনশনে বসেছেন পড়ুয়ারা।

এতদিন পর্যন্ত ধর্না চালিয়ে গেছেন জুনিয়র ডাক্তাররা। এবার পাঁচ দফা দাবিতে আমরণ অনশনে বসলেন পাঁচ পড়ুয়া। তবে কলেজ কর্তৃপক্ষের দাবি, মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া সিদ্ধান্ত নিয়েছে বলেই ফার্স্ট ইয়ারের জন্য আলাদা বিল্ডিং হয়েছে।

No comments