Header Ads

গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য বিশেষ সুখবর!

অনলাইন ডেস্কঃ বিভিন্ন সমস্যায় জর্জরিত এরাজ্যের চাকরি প্রার্থীরা। দিনের পর দিন নিয়োগ না থাকায় তীব্র আকার নিয়েছে বেকার সমস্যা। স্কুল সার্ভিস থেকে শুরু করে একাধিক চাকরির পরীক্ষা আটকে রয়েছে। এই অবস্থায় গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য সেকেন্ড ফেজ বের করলো ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন।

ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফে ক্লার্ক এবং গ্রুপ ডি এর রেসিডুয়াল ভ্যাকান্সি লিস্ট বের করা হল। এর ফলে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের অপেক্ষার অবসান ঘটলো। ক্লার্ক এবং গ্রুপ ডি পরীক্ষার (c/w 3rd RLST NT 2016) সেকেন্ড ফেজ এর রেসিডুয়াল ভ্যাকান্সি লিস্ট প্রকাশিত হয়েছে। ডাউনলোড করা যাচ্ছে করা ইনটিমেশন লেটার। কমিশনের ওয়েবসাইট থেকে মিলবে বিস্তারিত তথ্য। জানার জন্য যেতে হবে www.westbengalssc.com এই ওয়েবসাইটে।

No comments

Theme images by caracterdesign. Powered by Blogger.