Header Ads

মুখ্যমন্ত্রী পৌঁছনোর আগেই শিলিগুড়িতে গ্রেপ্তার যুব তৃণমূল নেতা সহ আরও দুই।

নজরবন্দি ব্যুরোঃ আজ উত্তরবঙ্গ সফরে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তার আগেই শিলিগুড়িতে গ্রেপ্তার হল যুব তৃণমূল নেতা সহ আরও ২ জন।

মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ আসছেন। তাঁকে স্বাগত জানাতে চলছিল প্রস্তুতি। গতকাল উত্তরকন্যার সামনে মুখ্যমন্ত্রীর কাট আউট, ব্যানার, ফেস্টুন লাগানোর কাজ চলছিল তৃণমূলের জলপাইগুড়ি জেলা কমিটির তরফে জাহাঙ্গির আলমের নেতৃত্বে। ওই সময় তারা মুখোমুখি হয় তৃণমূলেরই আর এক গোষ্ঠীর সাথে। দুপক্ষের গন্ডগোল বাধে পোস্টার লাগানো নিয়ে। অবশেষে বিবাদ চরমে পৌঁছলে পুলিশ যুব তৃণমূল নেতা জাহাঙ্গির সহ আরও দুই তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পরেই জাহাঙ্গিরের বাবা তৃণমূলের পঞ্চায়েত সদস্য ইয়ানুল হক মুন্সি NJO থানায় বিক্ষোভ দেখান। তিনি বলেন, তার ছেলে নির্দোষ। তৃণমূলের অঞ্চল সভাপতি চুটকি(মহম্মদ আহিদ) ও তার লোকজন এসে জাহাঙ্গিরের কাজে বাধা সৃষ্টি করে।

এদিকে দলনেত্রী দলের কর্মীদের উদ্দেশ্যে একাধিক বার বলেছেন, গোষ্ঠীদ্বন্দ্ব কোনোভাবেই বরদাস্ত করা হবে না। কেউ দলের উর্ধে নয়। কিন্তু সেই কথা যে আদৌ কেউ মানছে না তা আরও একবার প্রমাণ হয়ে গেল শিলিগুড়ির এই ঘটনার পর।
DESCRIPTION OF IMAGE
Theme images by caracterdesign. Powered by Blogger.