Breaking News

সত্যিই কি সৌরভের সাথে সম্পর্ক ছিল নাগমার? এত দিন পর মুখ খুললেন নাগমা।

নজরবন্দি ব্যুরোঃ মহারাজ তখন ভারতীয় দলের অধিনায়ক। আর নাগমা দক্ষিণী ও বলিউডে তখন বেশ নাম করেছেন। ক্রিকেটপ্রেমীদের মনে তখন একটাই প্রশ্ন সত্যি কি সৌরভ গঙ্গোপাধ্যায় ও নাগমার মধ্যে কোনও সম্পর্ক  আছে? সে সময় এই দুজনের কেও মুখ খুলেননি।


 ফলে সেই কৌতূহল এখনো থেকে গিয়েছে আপামোর ভারতবাসীর মনে। অবশেষে এত বছর পর শেষমেশ নিরবতা ভাঙলেন নাগমা। এক সাক্ষাত্কারে নাগমা বলেন “ অনেকে তো অনেক কথা বলেছে। তবে যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনের জীবনে পরস্পরের অস্তিত্বের কথা অস্বীকার না করছে ততক্ষণ যে কেউ যা খুশি বলতেই পারে”।

 তা হলে তাদের সম্পর্কছেদের আসল কারণটা কী? নাগমার উত্তর, “সব কিছুর উর্ধ্বে কেরিয়ারের ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। তাই কিছু ব্যাপার থেকে সরে আসার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছিল। একসঙ্গে থাকার থেকে, একটা আবেগের সফরে নামার আগে অনেক কিছুর তুল্যমূল্য বিচার করার প্রয়োজন ছিল। বড় স্বার্থের জন্য অনেক সময় ছোট ছোট ব্যাপার জলাঞ্জলি দিতে হয়। একটা খেলা শুরু হলে মনে রাখা উচিত সেটা আসলে কিন্তু একটা খেলাই। কিছু মানুষ অনেক সময়ই সেটাকে টেনে টেনে অনেকদূর নিয়ে যায়”।

No comments