Header Ads

আসছে এম এস ধোনি : দ্যা আনটোল্ড স্টোরির সিকুয়্যাল।

নজরবন্দি ব্যুরোঃ ২০১৬য় স্পোর্টস বায়োপিক এম এস ধোনি : দ্যা আনটোল্ড স্টোরি বক্স অফিসে হিট পরিচালনা করেছিলেন নিরজ পাণ্ডে। এবার আবার সেই ছবির সিকুয়্যাল আসতে চলেছে বলিউডে।এম এস ধোনি : দ্যা আনটোল্ড স্টোরির সিকুয়্যাল
ধনির চরিত্রে থাকছেন সেই সুশান্ত সিং রাজপুত । সূত্রের খবর এবছর টি-২০তে বেঙ্গালুরুর বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের দুর্দান্ত জয়ের বিষয়টিও উঠে আসবে ধোনির বায়োপিকের দ্বিতীয় ভাগে ২০১১- ধোনির নেতৃত্বে ভারতের বিশ্বকাপ জয়ের বিষয়টিও তুলে ধরা হবে এই ছবিতে পাশপাশি উঠে আসবে ধোনির ব্যক্তিগত জীবনের নানান তথ্য উঠে আসবে ধোনির জীবনের অনেক বিতর্কিত বিষয়ও তবে পরিচালনা কে করবেন তা ঠিক হয়নি এখনো।

No comments

Theme images by sndr. Powered by Blogger.