Header Ads

ফাঁসিতেই সায় দিল উচ্চ আদালত, নির্ভয়া কাণ্ডে সাজা বহাল।

নজরবন্দি ব্যুরোঃ অপেক্ষার অবসান। নতুন করে কোনও আবেদনের জায়গা রাখল না সুপ্রিম কোর্ট। নির্ভয়া-কাণ্ডের অপরাধীদের ফাঁসির সাজাই বহাল রাখল সুপ্রিমকোর্ট।

জানা গিয়েছে, সোমবার প্রধান বিচারপতি দীপক মিশ্র এবং বিচারপতি আর বানুমাথি ও অশোকভূষণের বেঞ্চ আজ ওই ধর্ষণের ঘটনায় অভিযুক্ত তিনজন মুকেশ (২৯), পবন গুপ্ত (২২), বিনয় শর্মা (২৩)-র শাস্তির ব্যাপারে রায় দিল।তবে, ফাঁসির আদেশপ্রাপ্ত অপরজন  অক্ষয় কুমার সিংহ নিজের ফাঁসির সাজা কমানোর জন্য উচ্চ আদালতে আবেদন করেনি।

No comments

Theme images by sndr. Powered by Blogger.