Header Ads

ইংল্যান্ড সফর শুরুর আগেই মাস্টার স্ট্রোক বিরাটের।


নজরবন্দি ব্যুরোঃ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নামার আগে ভারত অধিনায়ক বিরাট কোহলি সাংবাদিক সম্মেলনে বলেন তাঁরা ফিয়ারলেস' ক্রিকেট খেলতে চান।
তিনি আরও বলেন  "আমরা সবাই রিল্যাক্সড। দারুণ উপভোগ করছি। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে হবে। ভাল দলকে তাদের কন্ডিশনে হারানো সব সময়েই আনন্দের। ২০১৬-১৭ সালে ইংল্যান্ড শেষবার ভারতে এসেছিল।
সেবারও আমরা জিতেছিলাম। ঘরের মাঠে ইংল্যান্ড এবার নিশ্চয়ই সিরিজ জিততে চাইবে।
আমাদের তাই ভয়ডরহীন ক্রিকেটই খেলতে হবে। আমাদের হারানোর তো কিছু নেই। আমাদের শুধু দল হিসেবে উন্নতি করতে হবে।" শেষে তিনি বলেন তাঁদের ওপর নয়, চাপ রয়েছে ইংল্যান্ডের ওপরেই।
Theme images by caracterdesign. Powered by Blogger.