Breaking News

দেহ ব্যবসায় পুরসভা প্রত্যক্ষ মদত ! গ্রেফতার ১২

নজরবন্দি ব্যুরোঃ  পুরসভার নিয়ন্ত্রণে থাকা গেস্ট হাউসে দেহ ব্যবসা চালানোর অভিযোগ। একাধিকবার  কোন্নগরের স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানিয়েছিলেন প্রশাসনের কাছে।ওই গেস্ট হাউসে হানা দেয় সিআইডির একটি দল। ১২জনকে সেখান থেকে গ্রেফতার করে সি আই ডি। ধৃতদের আজ বৃহস্পতিবার আদালতে তোলা হবে।

জানা গিয়েছে, হুগলির কোন্নগর স্টেশনের কাছে বিশ্রামিকা গেস্ট হাউস। জনবহুল এলাকা হবার ফলে খরিদ্দারও হচ্ছিল বেশ ভালই। এলাকার লোকেদের অভিযোগ ঘণ্টায় ৪০০ টাকা দিলেই পাওয়া যেতো সব সুযোগ সুবিধা। এই বিষয়টি পুরসভার চেয়ারম্যানকে একাধিকবার জানিয়েও কোনও ফল হয়নি বলেও অভিযোগ স্থানীয়দের।

এলাকার লোকেদের আরও অভিযোগ,  দেহ ব্যবসা চালাতে দালালদের পাশাপাশি  সোশ্যাল মিডিয়াকেও ব্যবহার করা হত। ঘটনাস্থল থেকে ১২ জন গ্রেফতারের পাশাপাশি একাধিক মোবাইল, অশ্লীল ছবি ও ডিভিডি বাজেয়াপ্ত করে সিআইডি।

অভিযান শেষে গেস্টহাউসে তালা লাগিয়ে দেয় সিআইডি।

No comments