Breaking News

এবার সঞ্জয় এর আত্মজীবনী নিয়ে বই প্রকাশ হতে চলেছে।

নজরবন্দি ব্যুরোঃ সঞ্জয় দত্তের জীবনী নিয়ে সিনেমা হবার পর এবার তাঁর আত্মজীবনী নিয়ে বই প্রকাশ হতে চলেছে। তবে বই এর নাম কি রাখা হবে তা এখনো ঠিক হয়নি।

আগামী বছর সঞ্জয়ের জন্ম দিনে এই বই প্রকাশিত হবে। এই বই এ আরও অনেক অজানা ঘটনা থাকবে যা ছবি সঞ্জু তে নেই। আশা করা হচ্ছে ছবির মতো এই বইটিও সাফল্যের মুখ দেখবে।  

No comments