Breaking News

'ভোগ'এর মুখ এবার শাহরুখ-তনয়া সুহানা!


নজরবন্দি ব্যুরোঃ স্টাইল আইকন সুহানা! শাহরুখ খান-গৌরি খান কন্যা তাঁর প্রতিটা পদক্ষেপ ফ্যানেদের নজর এড়ায় না তবে স্টার কিডদের এই জনপ্রিয়তা নতুন নয়
সেই ভাবনায় এবার বদল আনলেন সুহানা বাবা শাহরুখ খানের পরিচিতিতে নয়, নিজের পরিচিতি নিজেই তৈরি করলেন সুহানা 'ভোগ' ম্যাগাজিনের কভার মডেল হিসেবে দেখা গেছে সুহানাকে প্রথম সারির লাইফস্টাইল ম্যাগাজিন গুলির মধ্যে অন্যতম 'ভোগ' সেই ম্যাগাজিনের কভারে জায়গা করে নিলেন শাহরুখ তনয়া এরপরেই তাঁকে নিয়ে যে সাড়া পড়ে যাবে আর নতুন কি! ভক্তদের ভালোবাসা যেন উপচে পড়ছে!

No comments