Header Ads

চরম বৃষ্টিতে নাজেহাল অবস্থা। কি বলছে হাওয়া অফিস? জেনে নিন।

নজরবন্দি ব্যুরোঃ বৃষ্টিতে বিধ্বস্ত গোটা বাংলা। সবার একটাই প্রশ্ন কবে থামবে বৃষ্টি? এই প্রশ্নের উত্তর দিতে পারেন একমাত্র হাওয়া অফিস। তারা কিন্তু খুব একটা আশার কথা সোনাতে পারেন নি।

 আলিপুর হাওয়া অফিসের খবর অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায় সারা রাজ্যেই বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও, বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। মৌসুমী অক্ষরেখা মালদা-সহ উত্তরবঙ্গ হয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে।
 হিমালয় সংলগ্ন জেলাগুলির জন্য বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। রবিবার ও সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার-সহ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

No comments

Theme images by caracterdesign. Powered by Blogger.