Breaking News

গ্রুপ পর্বেই বিদায় নেওয়া জার্মানির কোচ এবার কে?

নজরবন্দি ব্যুরোঃ ২০১৮-র বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে জার্মানি। জার্মান সমর্থকরা বেজায় হতাশ। আর সেই সাথেই প্রশ্ন উঠে আসে, কোচ বদল হতে চলেছে জার্মানির? জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন সূত্রে খবর, কোচ বদলের কোনো পরিকল্পনা নেই কর্তাদের। জোয়াকিম লো-ই থাকছেন জার্মানির কোচ। শুধু তাই নয়, প্রধান কোচই থাকবেন লো। উল্লেখ্য, লো-এর কোচিং এ-ই ২০১৪ সালে ফুটবল বিশ্বকাপ জয় করে জার্মানি। তবে এবছর গ্রুপ পর্বে জার্মানির বিদায় হওয়ায় লো-এর কোচিং নিয়ে প্রশ্ন ওঠে। তবে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়ে দিয়েছে, জোয়াকিম লো-ই জার্মানির প্রধান কোচের দায়িত্বে থাকছেন।

No comments