অমিত শাহ-র বিরুদ্ধে মামলা করার হুমকি দিল তৃণমূল ।
নজরবন্দি ব্যুরো: আজকের জনসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনায় বিজেপি সভাপতি অমিত শাহ-র বিরুদ্ধে মামলা করার হুমকি দিল তৃণমূল । শনিবার কলকাতার মেয়ো রোডে সমাবেশ ছিল অমিত শাহ-র।
ওই সমাবেশ মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারের তীব্র সমালোচনা করেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তার পর ঘণ্টাখানেকও কাটেনি, অমিতের বিরুদ্ধে মামলা করার হুমকি দেয় তৃণমূল নেতৃত্ব। দলের তরফে সাংবাদিক বৈঠক করে এ দিন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েন বলেন, “অমিত শাহ একটা ফ্লপ শো করেছেন। উনি একাধিক আল-ফাল দুর্নীতির কথা বলেছেন।
সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ।” ডেরেক বলেন, “উনি যদি চব্বিশ ঘণ্টা বা আটচল্লিশ ঘণ্টা বা বাহাত্তর ঘণ্টার মধ্যে ক্ষমা না চান, তা হলে আইনত ব্যবস্থা নেওয়া হবে। তাঁর কথায়, বাংলার সংস্কৃতি কিছুই বোঝেন না। উনি ভুল বকছেন।”
No comments