Header Ads

প্রথম বাঙালি হিসেবে এশিয়ান গেমসে সোনা স্বপ্নার।


নজরবন্দি ব্যুরোঃ  হেপ্টাথলনের মতো কঠিন ইভেন্টে বাঙালির এই প্রথম এশিয়ান গেমসের সোনা জয় শুধু তাই নয়, এশিয়ান গেমস থেকে ভারতেও হেপ্টাথলনের সোনা এল এই প্রথম
 হেপ্টাথলনে এশিয়াডে বাঙালির পদক জয় অবশ্য নতুন নয় এর আগে পরপর দু'‌বার রুপো জিতেছেন সোমা বিশ্বাস স্বপ্না হলেন চতুর্থ বাঙালি, যিনি এশিয়ান গেমসে ব্যক্তিগত সোনার পদক জিতলেন দিনের শেষে একটু পিছিয়ে পড়েছিলেন 
এগিয়ে গিয়েছিলেন চীনের ওয়াং কুইনলিং বুধবার নতুন করে আবার শুরু করলেন তাতেই ভেঙ্গে চুরমার হয়ে গেল '‌চীনের প্রাচীর'‌ ৬০২৬ পয়েন্ট করে জিতলেন সোনার পদক 

Theme images by caracterdesign. Powered by Blogger.