Header Ads

বিজেপির-র জেলা সহ সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমা! অভিযোগের তির তৃণমূলের দিকে।

নজরবন্দি ব্যুরো: বিজেপির জেলা সহ সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমা মারার অভিযোগ উঠল। অভিযোগের তির  তৃণমূলের দিকে। গড়বেতার বাসিন্দা বিজেপির জেলা সহ সভাপতি প্রদীপ লোধার বাড়িতে গতকাল ভোর রাতে বোমা মারা হয়। তাঁর অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই কাণ্ড ঘটিয়েছেন।

স্থানীয় সূত্রে খবর, গড়বেতা ১ নম্বর এবং ২ নম্বর ব্লকের বিজেপির উত্থানের পিছনে প্রদীপ লোধার ভূমিকা রয়েছে। তাই তাঁকে খুন করতেই এ ধরনের ঘটনা বলে অভিযোগ। বাড়ির সামনের গেটে লাগানো ক্যামেরার ফুটেজ দেখে তিনি বলেন, গতকাল ভোরে দুটি গাড়িতে করে বেশ কয়েকজন দুষ্কৃতীরা আসেন। তারপর তারা  লাগাতার প্রায় ১৫টি বোমা মারেন বাড়ি লক্ষ্য করে।

একটি বোমা ফাটে, বাকি ৭টি বোমা নিষ্ক্রীয় হয়ে যায়। আজ সকালে গড়বেতা থানার পুলিশ ঘটনাস্থালে আসেন, নিষ্ক্রীয় হয়ে যাওয়া বোমগুলি উদ্ধার করেন। বঙ্গ বিজেপির পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার খবর পাওয়া মাত্র বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাঁর বাড়িতে আসেন।
Theme images by caracterdesign. Powered by Blogger.