এবার গোয়েন্দা চরিত্রে অভিনয় করছেন ইমরান হাসমি।
নজরবন্দি
ব্যুরোঃ ইমরান হাসমি কে বলিউড চেনে লাভার
বয় হিসেবে। কিন্তু এবার তিনি নিজের ইমেজ বদলাতে চলেছেন। এবার তিনি অভিনয় করছেন একজন
ডিটেকটিভের ভূমিকায়।
সূর্যকান্ত ভান্দে প্যাটেল, বিনা পারিশ্রমিকে এই ব্যক্তি ১২০ টি শিশু কিডন্যাপিং এর কেস সলভ করেছিলেন। এবার তাঁকে পর্দায় নিয়ে আসছেন ইমরান হাসমি ফিল্ম এবং মাতারাম ফিল্ম এর যৌথ প্রযোজনায়।সম্প্রতি সেই ছবির কথা টুইট করে জানিয়েছেন ইমরান।
টুইটে
তিনি বলেছেন এই প্রতিভান অভিনেতা জানিয়েছেন এমন একজন ব্যক্তি যিনি কিনা বিনা পারিশ্রমিকে এমন কাজ করেছেন তার চরিত্রে অভিনয় করার জন্যে মুখিয়ে আছেন ইমরান। ছবির নাম "ফাদার্স ডে"। শান্তনু বাগচী পরিচালনায় এই ছবির চিত্রনাট্য লিখছেন রীতেশ শাহ।
No comments