নবম ও দশম স্তরে শিক্ষক নিয়োগ নিয়ে আবারও বিতর্ক! দ্রুত হলফনামা জমা দেবার নির্দেশ।
নজরবন্দি ব্যুরো: এই রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে একাধিক বিতর্ক আছে। নিয়োগ নিয়ে আদালতে দায়ের হয়েছে একাধিক মামলা। কবে সেইসব মামলার নিষ্পত্তি হবে তা কেউ জানেনা। এই রকম পরিস্থিতিতে আবারও আইনি জালে রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া।
গত ১লা আগস্ট হাইকোর্টে-এ নবম ও দশম স্তরে বাংলা বিষয়ে PH দের সংরক্ষিত সিট (3%)নিয়ে রাজ্য সরকারের বঞ্চনার বিরুদ্ধে একটি স্থগিতাদেশ জারি হয়েছে। এটি নবম-দশম স্তরের পরীক্ষাতে কেবলমাত্র PH দের নিয়োগের উপর স্থগিতাদেশ? নাকি পুরো প্যানেলের উপর স্থগিতাদেশ? তা নিয়ে প্রশ্ন তুলছেন হবু শিক্ষকরা।
তবে হবু শিক্ষকদের একটা বড় অংশ মনে করেন আদালতের এই স্থগিতাদেশ কোনও ভাবেই এস এস সি-র পুরো প্যানেলের উপর নয়। এর কোন প্রভাব নিয়োগের উপর পড়বে না। এক মাসের মধ্যে রাজ্য সরকারকে হলফনামা জমা দেবার নির্দেশ দিয়েছে আদালত। আর তার পরে এই মামলার শুনানি শুরু হবে।
গত ১লা আগস্ট হাইকোর্টে-এ নবম ও দশম স্তরে বাংলা বিষয়ে PH দের সংরক্ষিত সিট (3%)নিয়ে রাজ্য সরকারের বঞ্চনার বিরুদ্ধে একটি স্থগিতাদেশ জারি হয়েছে। এটি নবম-দশম স্তরের পরীক্ষাতে কেবলমাত্র PH দের নিয়োগের উপর স্থগিতাদেশ? নাকি পুরো প্যানেলের উপর স্থগিতাদেশ? তা নিয়ে প্রশ্ন তুলছেন হবু শিক্ষকরা।
তবে হবু শিক্ষকদের একটা বড় অংশ মনে করেন আদালতের এই স্থগিতাদেশ কোনও ভাবেই এস এস সি-র পুরো প্যানেলের উপর নয়। এর কোন প্রভাব নিয়োগের উপর পড়বে না। এক মাসের মধ্যে রাজ্য সরকারকে হলফনামা জমা দেবার নির্দেশ দিয়েছে আদালত। আর তার পরে এই মামলার শুনানি শুরু হবে।
No comments