Header Ads

najarbandi alok somman 2018

এবার তেলেগু ছবিতে পা রাখছেন যিশু।


নজরবন্দি ব্যুরোঃ এবার তেলুগু ছবিতে অভিনয় করছেন যিশু সেনগুপ্ত দক্ষিণ ভারতীয় ছবির ইন্ডাস্ট্রিতে এই প্রথম অভিনয় করছেন তিনি আর প্রথম তেলুগু ছবিতে অভিনয় করতে গিয়ে যিশু চরিত্রও পেয়েছেন বেশ ডাকসাইটে
তিনি অভিনয় করছেন বিখ্যাত চিত্র নির্মাতা পরিচালক দাদাসাহেব ফালকে সম্মানপ্রাপ্ত এল ভি প্রসাদের ভূমিকায় যিশু বললেন, '‌এল ভি প্রসাদের মতো এক বিখ্যাত ব্যক্তিত্বের ভূমিকায় অভিনয় করা আমার কাছে একটা বিরাট সম্মান তাঁর প্রযোজিত ছবি গুলোতে প্রেমের কাহিনী এক অন্যমাত্রা পেয়েছে'‌ বললেন, '‌তাঁর ছবির গান বেশ জনপ্রিয় 

একজন অভিনেতা পরিচালক হিসেবে তিনি এমন বিষয় বেছে নিতেন যা একই সঙ্গে আবেগময় নাটকীয়তা পূর্ণ যেখানে অভিনয় দক্ষতা প্রকাশ করার মতো সুযোগ থাকত'‌ 

Theme images by caracterdesign. Powered by Blogger.