Header Ads

১৮ বছর পর কি আবার বলিউডে কারণ-অর্জুন?


নজরবন্দি ব্যুরোঃ বলিউডে শাহরুখ-সলমনের ঝামেলার কথা অনেকেরই জানা তবে এখন অবশ্য নিজেদের মধ্যে মন কষাকষি মিটিয়ে ফেলেছেন তাঁরা। 'দশ কা দম' রিয়েলিটি শোয়ের ফাইনাল রাউন্ডের শ্যুট চলছিল
দেখা গেল অমিতাভ বচ্চনের লুকে ডায়াসে উঠে কথা বলছিলেন সুনীল গ্রোভার এরপর পর্দা যখন উঠল তখন একসঙ্গে দেখা গেল রানি, সলমন শাহরুখকে প্রথমে 'করণ-অর্জুন'-এর স্টাইলে অনুষ্ঠানে প্রবেশ করেন শাহরুখ, সলমন গরুর গাড়িতে চড়ে বসেছিলেন শাহরুখ 
আর তা ঠেলতে ঠেলতে নিয়ে আসেন সলমন শাহরুখ-সলমনের এন্ট্রিটা ছিল এরকমই এদিন শাহরুখ রানিকে একসঙ্গে পেয়ে হাসি চাপতে পারছিলেন না সলমনও প্রসঙ্গত, ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত করণ-অর্জুন ছবিকে একসঙ্গে দেখা গিয়েছিল শাহরুখ সলমনকে তাহলে কি ১৮ বছর পর আবার আসতে চলেছে কারণ-অর্জুন?

DESCRIPTION OF IMAGE
Theme images by caracterdesign. Powered by Blogger.