Header Ads

গ্রেফতার খাগড়াগড় বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত মনিরুল শেখ।

নজরবন্দি ব্যুরো: কর্ণাটক থেকে গ্রেফতার বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত মনিরুল শেখ ওরফে মুনির। এই ব্যক্তি বুদ্ধাগয়ার বিস্ফোরণেও যুক্ত ছিলেন। কর্ণাটকের রামনগর থেকে গ্রেফতারের পর মনিরুল শেখকে জাতীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেয় কর্ণাটক প্রশাসন।

খাগড়াগড় কাণ্ডে জড়িয়ে যাওয়া মনিরুল শেখের নাম ছিল এনআইএ-র মোস্ট ওয়ান্টেডের তালিকায়। বাংলাদেশে জেএমবি-র সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন কার্যকলাপের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল সেখানকার জামনগরের এই বাসিন্দাকে। তবে বাংলাদেশ থেকে পালানোর পর থেকে পাকাপাকি ভাবে পশ্চিমবঙ্গে আশ্রয় নেয়। এরাজ্যেও জেএমবির কার্যকলাপে যুক্ত হয়।

 পুলিশ সূত্রে খবর অনুসারে, খাগড়াগড় বিস্ফোরণের পর থেকে দক্ষিণ ভারতের একাধিক জায়গায় পরিচয় গোপন রেখে আশ্রয় নেয়। যদিও, খাগড়াগড় কাণ্ডের পাশাপাশি বুদ্ধ গয়ার বিস্ফোরণে নাম জড়িয়ে যাওয়ায় মনিরুলকে খুঁজছিল এনআইএ।

No comments

Theme images by caracterdesign. Powered by Blogger.