Header Ads

এবার ইন্দিরা গান্ধীর ভূমিকায় বিদ্যা বালান।


নজরবন্দি ব্যুরোঃ এবার ইন্দিরা গান্ধীর ভূমিকায়  বিদ্যা বালান। সাংবাদিক সাগরিকা ঘোষের লেখা 'ইন্দিরা : ইন্ডিয়াস মোস্ট পাওয়ারফুল প্রাইমমিনিস্টার' বইটি অবলম্বনে তৈরি হতে চলেছে নতুন ওয়েব সিরিজ আর সেখানেই ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যেতে চলেছে বিদ্যা বালানকে উল্লেখ্য রনি স্ক্রুওয়ালার সঙ্গে বিদ্যাও এই সিরিজের অন্যতম প্রযোজক

সাগরিকা ঘোষের লেখা বইটিতে মূলত জরুরি অবস্থায় ইন্দিরা গান্ধীর পরিস্থিতি তুলে ধরা হয়েছে। সেই সময়ে সঞ্জয় গান্ধীর সঙ্গে ইন্দিরার সম্পর্ক তথা সঞ্জয় গান্ধীর জীবনের বেশ কয়েকটি দিক তুলে ধরা হয়। পাশাপাশি তত্কালীন সময়ে রীজনীত ধর্ম মেরুকরণ কোন পর্যায়ে ছিল তাও তুলে ধরা হয়েছে বইটিতে। দেশের লৌহকন্যা হিসাবে ইন্দিরা গান্ধীকে তুলে ধরা হয়। আর সেই সমস্তদিকই এবার উঠে আসবে ওয়েবের পর্দায়


Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.