Header Ads

নতুন প্রেমে লোকেশ রাহুল। দেখে নিন তাঁর নতুন প্রেমিকাকে।


নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় ডানহাতি ব্যাটসম্যান লোকেশ রাহুলের জীবনে নতুন নারী! হ্যাঁ এমনটাই গুঞ্জন। তিনি হলেন পাঞ্জাবি অভিনেত্রী সোনম বাজওয়া
সম্প্রতি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করেন সোনম সেখানে তিনি লিখেন, 'সূর্যাস্তের দৃশ্য দেখছি তোমার কথা মনে পড়ছে' সেই পোস্টের সঙ্গে 'লাভ' ইমোজিও জুড়ে দেন পাঞ্জাবি সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী সোনমের ওই পোস্টের উত্তরে লোকেশ রাহুল লিখেন, 'শুধু মাত্র একটা ফোন কলের দূরত্বে রয়েছি'

ভারতীয় ওপেনারের এই কমেন্ট ভাইরাল হতে সময় নেয়নি মোটেও রাহুলের এই মন্তব্য দেখে অনেকেই বলছেন, সোনমের সঙ্গে তার কিছু একটা চলছে বলেই এভাবে প্রকাশ্যে প্রেম নিবেদন করার সাহস দেখাতে পেরেছেন

 


No comments

Theme images by caracterdesign. Powered by Blogger.