সানি লিওন কে "কন্ডোম" চ্যালেঞ্জ রাখীর !
নজরবন্দি ব্যুরোঃ সানি লিওন আর রাখী সবন্ত দুজনের
সম্পর্ক যে সাপে-নেউলে তা সবার জানা। তাই আবার তাঁরা সামনাসামনি। ঘটনা টি এই রকম, রাখি ও সানি দু’জনেই কন্ডোম কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম
থেকে জানা গিয়েছে,
রাখি দাবি করেছেন, তাঁর কন্ডোম কোম্পানি সানির কন্ডোম কোম্পানির থেকে ভাল। শুধু তাই নয়। সানি লিওনের ব্র্যান্ড বা অন্যান্য কোম্পানির কন্ডোম না কিনে তাঁর ব্র্যান্ডের কন্ডোম কেনার জন্যও গ্রাহকদের অনুরোধ করেছেন রাখি। কোন ফ্লেভারের কন্ডোম কিনলে গ্রাহক লাভবান হবেন, সেই পরামর্শও রাখি দিয়েছেন।
No comments