আবার ভারতী ঘোষের স্বামীর বাড়িতে তল্লাশি !
নজরবন্দি ব্যুরো: আগেই গ্রেপ্তার হয়েছিলেন ভারতী ঘোষের স্বামী। মঙ্গলবার ভারতীর স্বামী এমএভি রাজুকে নিয়ে তার নাকতলার বাড়িতে তল্লাশি চালাল সিআইডি। দু-ঘণ্টার উপর সিআইডির অফিসাররা তল্লাশি চালায় রাজুর বাড়িতে।
সেখান থেকে উদ্ধার হয় একটি ল্যাপটপ, হার্ড ডিস্ক, পেন ড্রাইভ ও গুরুত্বপূর্ণ বেশকিছু নথি। গোয়েন্দাদের অনুমান,উদ্ধার হওয়া ল্যাপটপ থেকে প্রচুর তথ্য মিলতে পারে। এর আগেও রাজ্য প্রশাসন রাজুর নাকতলার বাড়ি থেকে প্রচুর নগদ টাকা উদ্ধার করে। তবে তা নিয়ে বিতর্ক আছে।
No comments