Header Ads

অত্যন্ত সঙ্কটজনক সোমনাথ চট্টোপাধ্যায়! এখনও সময় আছে সম্মানের সাথে দলে ফেরাক সিপিআইএম।

নজরবন্দি ব্যুরো: অত্যন্ত সংকটজনক অবস্থায় লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়। এখনও তাঁর শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি। হসপিটাল সূত্রে এমন খবর পাওয়া গিয়েছে। গত শুক্রবার তাঁর শারীরিক অবস্থা অতি সংকটজনক ছিল বলে জানানো হয়েছিল। সেই কারণে তাঁকে ভেন্টিলেশনে রাখেন চিকিৎসকরা। এখন ডায়ালিসিস চলবে বলে জানা গিয়েছে। চিকিৎসক প্রতিম সেনগুপ্তর অধীনে, দক্ষিণ কলকাতার বেসরকারি এক হাসপাতালে সোমনাথ-বাবুর চিকিৎসাধীন আছেন। গতকাল সন্ধ্যায় হাসপাতালের সেইও প্রদীপ ট্যান্ডন বলেন, "সোমনাথ-বাবুর শারীরিক অবস্থা সংকটজনক। তবে, স্থিতিশীল।" অর্থাৎ, শুক্রবারের তুলনায় আজ তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়নি। গত বুধবার সকাল থেকে এই হাসপাতালে তিনি ভর্তি আছেন। নজরবন্দি ডট ইন-এর পক্ষ থেকে সিপিআই(এম) এবং সিপিআই(এম) এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির কাছে একান্ত অনুরোধ সোমনাথ বাবুকে সসম্মানে দলে ফিরিয়ে নিক সিপি আই(এম)। অনেকেই প্রশ্ন করতে পারেন এক সংবাদ মাধ্যম এমন প্রস্তাব দিতে পারে কি? আমাদের উত্তর নিশ্চই পারে সংবাদ মাধ্যমের কাজই হল সত্যি কথা সর্বসমক্ষে তুলে ধরা। সাধারণ মানুষের কন্ঠস্বরের নাম সংবাদ মাধ্যম। সোমনাথ বাবুর ক্ষেত্রে অগনিত সিপিআইএম সমর্থকদের মনের কথা যদি নজরবন্দি সঠিক ভাবে শুনতে পায় তাহলে তাঁদের ইচ্ছাই প্রতিধ্বনিত হচ্ছে নজরবন্দির আবেদনের মাধ্যমে।

আর এর আগে দলে ফিরিয়ে নেবার মতন ঘটনা আগেও ঘটেছে। একসময় দল থেকে বহিষ্কার করা হয়ে ছিলো সিপিআই(এম) এর নৃপেন চক্রবর্তীকে, পরবর্তী কালে তাঁকে দল ফেরিয়ে নেয়। তাহলে সোমনাথ বাবুর ক্ষেত্রে সেই নিয়ম কার্যকর হবেনা কেন? প্রশ্ন তুলছেন এই রাজ্যের বাম সমর্থকরা। আজ সিপি আই(এম) তাদের দলের সমস্ত প্রতিবন্ধকতাকে এড়িয়ে যদি না সোমনাথ বাবুকে দলে ফিরিয়ে নেন, ভবিষ্যতে তার খেসারত দিতে হবে দলকেই।
নজরবন্দির পক্ষ থেকে সোমনাথ বাবুর দীর্ঘ জীবন কামনা করছি। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরুন সোমনাথ চট্টোপাধ্যায়।
Theme images by caracterdesign. Powered by Blogger.