Header Ads

সংকটজনক অবস্থায় প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়!

নজরবন্দি ব্যুরো: সংকটজনক অবস্থায় লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়। তাঁর শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি। হসপিটাল সূত্রে এমন খবর পাওয়া গিয়েছে।
গত শুক্রবার তাঁর শারীরিক অবস্থা অতি সংকটজনক ছিল বলে জানানো হয়েছিল। সেই কারণে তাঁকে ভেন্টিলেশনে রাখেন চিকিৎসকরা। এখন ডায়ালিসিস চলবে বলে জানা গিয়েছে।
চিকিৎসক প্রতিম সেনগুপ্তর অধীনে, দক্ষিণ কলকাতার বেসরকারি এক হাসপাতালে সোমনাথ-বাবুর চিকিৎসাধীন আছেন। গতকাল সন্ধ্যায় হাসপাতালের সেইও প্রদীপ ট্যান্ডন বলেন, "সোমনাথ-বাবুর শারীরিক অবস্থা সংকটজনক। তবে, স্থিতিশীল।" অর্থাৎ, শুক্রবারের তুলনায় আজ তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়নি। গত বুধবার সকাল থেকে এই হাসপাতালে তিনি ভর্তি আছেন ।
DESCRIPTION OF IMAGE
Theme images by caracterdesign. Powered by Blogger.