Header Ads

আবার একসাথে সৃজিত-প্রসেনজিত্‍‍, এবার 'গুমনামি বাবা নিয়ে।


নজরবন্দি ব্যুরোঃ আবার একসাথে সৃজিত-প্রসেনজিত্‍ এক সাথে। জানা গেছে, এবার এসভিএফ-এর প্রযোজনায় আসছে সৃজিত মুখার্জির নতুন ছবি 'গুমনামি বাবা', যার মূল চরিত্রে থাকবেন প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায় 
একটা সময় গুমনামি বাবাকে অনেকেই ভেবেছিলেন মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু
নেতাজির অন্তর্ধান রহস্যের সাথে গুমনামি বাবার সম্পর্ক রয়েছে এবার এই চরিত্রেই অভিনয় করতে দেখা যাবে প্রসেনজিত্‍চট্টোপাধ্যায়কে গত ১৮ অগাস্ট, পরিচালক সৃজিত মুখার্জি এবং প্রসেনজিত্‍চট্টোপাধ্যায় অফিসিয়ালি ঘোষণা করলেন তাঁদের এই নতুন ছবির কথা

তবে, এই নির্দিষ্ট দিনটিকেই বেছে নেওয়ার পেছনেও একটা কারণ রয়েছে আসলে, ঠিক ৭৪ বছর আগে ১৯৪৫ সালে, নেতাজি সুভাষচন্দ্র বসু তাইওয়ান থেকে প্লেনে উঠেছিলেনআর তার পরেই আর খুঁজে পাওয়া যায়নি তাঁকে চলে গেলেন তিনি সারাজীবনের মতো কোথায় গেলেন, কি হলো তাঁর সে এক রহস্যতবে, 'গুমনামি বাবা' চরিত্রে বড় পর্দায় প্রসেনজিত্‍ কে দেখা যাবে ২০১৯ সালে

Theme images by caracterdesign. Powered by Blogger.