Header Ads

এবার শিক্ষক নিয়োগের পরীক্ষায় বড় পরিবর্তন আসতে চলেছে!

নজরবন্দি ব্যুরো: এবার নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষায় বড় পরিবর্তন আসতে চলেছে। জানা গিয়েছে, নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষায় আমূল বদল আনছে এন সি টি ই।
প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষক নিয়োগের জন্য নেওয়া হত টেট পরীক্ষা । আর এতদিন পর্যন্ত এই নিয়ম চালু ছিল। কিন্তু এবার এই নিয়মের বদল আনছে এন সি টি ই। এখন থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষায় হবু শিক্ষকদের দিতে হবে টেট পরীক্ষা।

এর পাশাপাশি পরবর্তীকালে সর্বভারতীয় সকল শিক্ষক নিয়োগের পরীক্ষার ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে পরীক্ষার ব্যবস্থা নাও থাকতে পারে। তার বদলে কেন্দ্রীয় ভাবে একটি পরীক্ষা হবে। ওই পরীক্ষার নাম নাম সেট( CET)। এখন দেখার কবে থেকে নতুন এই নিয়ম চালু হয়।

No comments

Theme images by sndr. Powered by Blogger.