Header Ads

ভাঙড়ে জট কাটল ! মিলল সমাধানের রাস্তা!

নজরবন্দি ব্যুরো: আলোচনার টেবিলেই মিলল সমাধান। ভাঙড়ে পাওয়ার গ্রিড আন্দোলনকারীদের সব দাবি মেনে নিল সরকার। জট কাটিয়ে কাজ শুরু হবে খুব দ্রুত। তবে এবার পাওয়ার গ্রিড আর নয়, ওখানে হবে আঞ্চলিক পাওয়ার স্টেশন।
এই রফাতেই মিলল সমাধান। সেই-সঙ্গে চাষিদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসও দিল রাজ্য সরকার। গতকাল,শনিবার আলিপুরে ভাঙড় আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসে প্রশাসন। সেই বৈঠকেই জট কেটে পুনরায় বিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু করার পথ খুলে যায় বলে দাবি। ওখানে পাওয়ার গ্রিড নয়, সাব-স্টেশন তৈরি হবে এই শর্তে খোলে জট।

তারপর ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণের দাবিও মেনে নেওয়া হয়। ভাঙড় আন্দোলনের রেড-স্টার নেতা সদ্য জামিনে মুক্ত অলীক চক্রবর্তীও এই বৈঠকে হাজির ছিলেন। তিনি বলেন, সরকার এখন বেশ নমনীয়। প্রশাসন আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বের করতে তৎপর হয়েছিল, সেইমতো আমরাও প্রস্তাব রেখে ছিলাম। সরকার তা সব মেনে নিয়েছে। তাই সমাধান সূত্রও পেতে অসুবিধা হয় নি।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.