আবার গভীর নিম্নচাপের ভ্রুকুটি। ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে।
নজরবন্দি ব্যুরোঃ টানা বৃষ্টিতে বিব্রত রাজ্যবাসী। আপাতত এই অবস্থাই চলবে। বরং দক্ষিণবঙ্গের ওপর রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামি দুদিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কথা জানাল আলিপুর আবহাওয়া অফিস।
উড়িষ্যা উপকূল ও বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বৃদ্ধি করছে। এর প্রভাবে দক্ষিণ দিনজপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামি ৪৮ ঘন্টায় এই নিম্নচাপ আরও শক্তিবৃদ্ধি করলে বৃষ্টি শুরু হবে পুরুলিয়া ও বাঁকুড়াতেও। তবে কলকাতায় মাঝারি বৃষ্টিপাত হবে।
বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলা গুলিতে। উপকূল অঞ্চলে নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল। মৎস্যজীবীদের সমদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
No comments