Header Ads

শালবনীর গর্ব ডাক্তারি পাঠরত ছাত্র লালু হেমব্রমকে সম্বর্ধনা দেবে পশ্চিমবঙ্গ সরকার।

নজরবন্দিঃ শালবনীর গর্ব ডাক্তারি পাঠরত ছাত্র লালু হেমব্রমকে সম্বর্ধনা দেবে পশ্চিমবঙ্গ সরকার আন্তর্জাতিক আদিবাসী দিবসে। এ যেন এক স্বপ্নউড়ান শালবনীর পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের এক ছাত্রের।
লালু হেমব্রম শালবনীর গরীব পরিবারের সন্তান।
বাবা মা সাধারণ কৃষিকাজের সাথে যুক্ত তার মধ্যেও কঠোর অধ্যবসায়ের পর পড়াশোনা করে উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান পান শালবনী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে। এরপর আসে চূড়ান্ত মুহুর্ত যখন জয়েন্ট এন্ট্রান্স এ সুযোগ পেয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পড়ার সুযোগ পান।

এই পরিবারের পাশে ছেলেটির পড়াশোনার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলো অনেক শুভাকাঙ্ক্ষী ও শালবনীর প্রশাসন৷ শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ ও শালবনীর বিডিও পুষ্পল সরকার তাদের মধ্যে অন্যতম। পঞ্চায়েত সমিতির নির্বাচিত প্রতিনিধি সন্দীপ সিংহ জানান, আগামী ১০ ই আগস্ট শালবনীর মধূপুরের মাঠে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন থেকে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়েছে, সেখানেই গরীব বাড়ি থেকে ওঠে আসা,আগামীর রোল মডেল ও আদিবাসী সমাজের গর্বের প্রতীক লালু হেমব্রম কে সম্বর্ধনা দেবে ব্লক প্রশাসন।
DESCRIPTION OF IMAGE
Theme images by caracterdesign. Powered by Blogger.