Header Ads

মুকুলে না! লোকসভা নির্বাচনে বঙ্গ বিজেপির দায়িত্বে দিলীপ।নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচন পর্যন্ত কি দিলীপ ঘোষই বঙ্গ বিজেপির নেতৃত্বে থাকবেন? তা নিয়ে বিতর্ক চলছিল দীর্ঘদিন ধরেই। আপাতত সেই জল্পনার অবসান ঘটল।
বিজেপির নেতৃত্ব আসছেন না নতুন কোনও মুখ। দিলীপ ঘোষের উপর ভরসা রাখছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। জাতীয়স্তরে যেমন অমিত শাহই থাকছেন সভাপতি, তেমনি বাংলার ক্ষেত্রেও থাকছে দিলীপ-বাবু।
মুকুল রায় বিজেপিতে যোগ দেয় প্রায় এক বছর আগে, আর তার পর থেকেই বিজেপি সভাপতির পদ নিয়ে নানা কাটাছেঁড়া চলছিল। দিলীপ ঘোষের অপসারণ নিয়ে নানা সময়ে নানা কথা রটানো হয়েছে। কিন্তু সে খবর যে নিছক জল্পনাই ছিল, তার প্রমাণ মিলল দিল্লিতে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে। দিল্লিতে চলা দুদিনের জাতীয় কর্মসমিতির বৈঠকে সিদ্ধান্ত হয়, লোকসভা নির্বাচনের কারণে বিজেপির সাংগঠনিক নির্বাচন এক বছর পিছিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ যাদের মেয়াদ শেষ হচ্ছে ২০১৮-র ডিসেম্বরে, তাঁদের পদের মেয়াদ বেড়ে যাচ্ছে আরও এক বছর। সামনের লোকসভার নির্বাচনের আগে বিজেপির সাংগঠনিক নির্বাচন আর হবে না। বিজেপির সাংগঠনিক নির্বাচন হবে ২০১৯-এর লোকসভা নির্বাচনের পরে।

Loading...
Theme images by caracterdesign. Powered by Blogger.