Header Ads

DESCRIPTION OF IMAGE

মেজাজ হারিয়ে সমালোচনার মুখে তৃণমূল সাংসদ দেব!


নজরবন্দি ব্যুরো: সোশ্যাল মিডিয়ার দৌলতে আবার শিরোনামে অভিনেতা দেব। তবে এবার ছবির জন্য নয় , বরং এক যুবককে মারধরের ঘটনার জেরে সংবাদ শিরোনাম  ঘাটালের তৃণমূল সাংসদ দেব।


সোশ্যাল মিডিয়া জুড়ে একটি ভিডিও ক্রমেই ছড়িয়ে পড়ছে। যেখানে দেখা যাচ্ছে, এক যুবকের সঙ্গে বচসায় জড়িয়েছেন দেব। দেখা যাচ্ছে দেব ক্রমশই ওই যুবকের দিকে মারমুখী হয়ে তেড়ে যাচ্ছেন। ওই ভাইরাল ভিডিও-তে অশ্রাব্য কিছু কথাও শোনা যাচ্ছে।

 দেখা যায়, অন্যান্য অভিনেতা অভিনেত্রীরাও দেবকে আটকানোর চেষ্টা করছেন বার-বার। তবে তাতে লাভের লাভ কিছু হয়নি। তবে এই খবর সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হবার পরে দেবের মানসিকতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে তিনি কেন উত্তেজিত হলেন তার কারণ জানা যায়নি। 
Theme images by sndr. Powered by Blogger.