আগামী মঙ্গলবার DO/BLO মামলার রায়দান। শিক্ষকদের অনুকুলে যাবে রায়?
নজরবন্দি ব্যুরোঃ DO আর BLO DUTY করতে না চাওয়া রাজ্যের প্রাথমিক শিক্ষকরা একটি মামলা করেছেন কলকাতা হাইকোর্টে। উল্লেখ্য, শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের ব্যানারে গত ৫ই সেপ্টেম্বর বেশ কিছু শিক্ষক প্রতিনিধি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্জের সাথে দেখা করেন। তাঁরা বিকাশ বাবুকে জানান DO আর BLO DUTY করতে চাইছেন না তাঁরা তাই কোন আইনি সমাধান আছে কিনা তাঁরা জানতে চান। তখন বিকাশ বাবু শিক্ষকদের জানান প্রাথমিক শিক্ষকদের ঘাড়ে এই ডিউটি চাপিয়ে দিয়ে বাধ্য করা হয় কাজ করতে। তা একদমই আইন সম্মত নয়।
কিন্তু বর্তমানে সেপ্টেম্বরের ১ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত রাজ্যের শিক্ষকদের যে ডিউটি দেওয়া হয়েছে তা একদমই নিয়ম মেনে হচ্ছেনা। সুতরাং আর কোন পথ না পেয়ে আদালতের দ্বারস্থ হতে বাধ্য হন শিক্ষক রা।
আজ আদালতে সেই মামলার শুনানি হয়। আগামী মঙ্গলবার বিকেল সাড়ে তিনটের সময় তাঁর রায় শোনাবেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী। শুনানি শেষে মামলাকারীদের আইনজীবী ফিরদৌস সামিম সন্তুষ্ট। তিনি তার অভিজ্ঞতা থেকে শিক্ষকদের আশ্বস্ত করেছেন রায় আশানুরূপ হতে পারে। শিক্ষকরাও শুনানি শুনে আশাবাদী।
কিন্তু বর্তমানে সেপ্টেম্বরের ১ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত রাজ্যের শিক্ষকদের যে ডিউটি দেওয়া হয়েছে তা একদমই নিয়ম মেনে হচ্ছেনা। সুতরাং আর কোন পথ না পেয়ে আদালতের দ্বারস্থ হতে বাধ্য হন শিক্ষক রা।
আজ আদালতে সেই মামলার শুনানি হয়। আগামী মঙ্গলবার বিকেল সাড়ে তিনটের সময় তাঁর রায় শোনাবেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী। শুনানি শেষে মামলাকারীদের আইনজীবী ফিরদৌস সামিম সন্তুষ্ট। তিনি তার অভিজ্ঞতা থেকে শিক্ষকদের আশ্বস্ত করেছেন রায় আশানুরূপ হতে পারে। শিক্ষকরাও শুনানি শুনে আশাবাদী।
No comments