আর কে স্টুডিওতে শেষবারের মত গণেশ পুজো কাপুর পরিবারের!
নজরবন্দি
ব্যুরোঃ আর কে স্টুডিওতে এবারই শেষবারের মত গণেশ পুজো করল কাপুর পরিবার। ১৯৪৮ সালে এই স্টুডিও তৈরি করেন রাজ কাপুর। গত মাসেই কাপুর পরিবার জানিয়েছিল এই স্টুডিওটি তারা বিক্রি করে দেবেন। কারণ ক্ষতির পরিমাণ অনেক বেশি হয়ে যাচ্ছে।
এক বছরের মধ্যেই বিক্রি হবে এটি। তাই এবারই শেষপুজো ছিল এই স্টুডিওতে।এই পুজোর অনুষ্ঠানে হাজির ছিলেন কাপুর পরিবারের বেশকিছু সদস্য। ছিলেন রণধীর কাপুর (রাজ কাপুরের বড় ছেলে তথা করিনা কাপুর, করিশ্মা কাপুরের বাবা), ঋষি কাপুর ( রণবীর কাপুরের বাবা) ও রাজীব কাপুর ( রাজ কাপুরের ছোট ছেলে)। হাজির ছিলেন রণবীর কাপুর সহ কাপুর পরিবারের অন্যান্য আরও বেশকয়েকজন সদস্য।
৭০ বছরের পুরনো আর কে স্টুডিওতে শেষবার গণপতি পুজো হওয়া নিয়ে কথা বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন রণধীর কাপুর। চোখে জল এসে যায় তাঁর। তিনি বলেন, প্রত্যেকবারের মতোই আর কে স্টুডিওতে গণপতি পুজো করছি, মনেই হচ্ছে না এবারই শেষবার পুজো হচ্ছে।
https://instagram.com/p/BnqbwxVgFX0/?utm_source=ig_embed
https://instagram.com/p/BnqbwxVgFX0/?utm_source=ig_embed
Loading...
No comments