HS স্কেল চাই পুজোর আগেই। তুমুল আন্দোলনে নামতে চলেছেন রাজ্যের প্রাথমিক শিক্ষকরা।

নজরবন্দি ব্যুরোঃ বেতন সংক্রান্ত সমস্যায় জর্জরিত এরাজ্যের প্রাথমিক শিক্ষকরা। যোগ্যতা অনুযায়ী বেতনের দাবিতে আদালতে মামলা করেছেন শিক্ষকদের একটা বড় অংশ। হাইকোর্টে সেই মামলা বিচারাধীন। এরই মধ্যে সরকারের ওপর চাপ বাড়াতে ফের জোরালো আন্দোলনে ঝাঁপাতে চলেছেন রাজ্যের প্রায় ৫০ হাজার শিক্ষক।


সামনেই ভোট। তার আগে শিক্ষকদের সহযোগিতা দরকার সরকারের। শুধু তাই নয়, ভোটবাক্সেও যথেষ্ট গুরুত্ব রয়েছে বিশাল সংখ্যক শিক্ষকদের। এই বিষয়টিকে কাজে লাগিয়ে সরকারের তুমুল চাপে রাখতে ফের বড়সর আন্দোলনে নামতে চলেছেন প্রাথমিক শিক্ষকদের সংগঠন উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। কোন পথে আন্দোলন এগোবে তার রূপরেখাও তৈরি হয়ে গেছে ইতিমধ্যেই। পুজোর আগেই বর্ধিত বেতন আদায়ই এই মুহূর্তে এই বিপুল সংখ্যক শিক্ষকদের লক্ষ্য।


এনসিটিই নিয়ম অনুযায়ী শিক্ষকদের যোগ্যতা বৃদ্ধি করতে বলা হয়। কিন্তু সেই যোগ্যতা বৃদ্ধির পরেও বাড়েনি বেতন। অথচ অন্যান্য রাজ্যের শিক্ষকরা একই যোগ্যতায় এর চেয়ে বেশি বেতন পান। এর প্রতিবাদে ন্যায্য বেতনের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন ওই শিক্ষকরা।   সেই মামলা এখনো চলছে। তারই মধ্যে সরকারের ওপর চাপ আরও বহুগুন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রাথমিক শিক্ষকরা।
Loading...

No comments

Theme images by caracterdesign. Powered by Blogger.