Header Ads

najarbandi alok somman 2018

জেএনইউ ইলেকশনে অব্যাহত লাল ম্যাজিক!

নজরবন্দি ব্যুরোঃ শেষ পর্যন্ত লেফট অ্যালায়েন্সের সামনে মাথা তুলে দাঁড়াতে পারলো না এবিভিপি এবং অন্যান্য দল। জেএনইউ ইলেকশনের ফলাফল গননা শুরু হতেই দেখা গেল লাল-ম্যাজিক।

 দিল্লির জওহরলাল নেহরু ইউনিভার্সিটির ইলেকশনের পর শুরু হয়েছে গননা। সেই গণনা কিছুটা এগোতেই ভোটবাক্সের হিসেবে পিছু হটতে শুরু করে এবিভিপি। ২৫০টি ভোট গণনা শেষ হওয়ার পরে দেখা যায় সমস্ত সেন্ট্রাল প্যানেলের পোস্ট লেফট অ্যালায়েন্সের দখলে রয়েছে। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট থেকে শুরু করে জেনারেল সেক্রেটারি- সমস্ত পদের ক্ষেত্রেই ধুয়েমুছে সাফ এবিভিপি। গণনা এখনো চলছে।
Loading...
Theme images by caracterdesign. Powered by Blogger.