Header Ads

পাকিস্তানি? নজরবন্দি-তে এক্সক্লুসিভ সাক্ষাতকারে অকপট মহম্মদ সেলিম। #NajarbandiExclusive

নজরবন্দি ব্যুরো এক্সক্লুসিভঃ সিপিআইএম সাংসদ মহম্মদ সেলিম পাকিস্তানি, গতকাল মাত্রা ছাড়িয়ে মন্তব্য করেছিলেন বিজেপি নেতা সম্বিত পাত্র। নাগরিকত্বের মতো সংবেদনশীল বিষয়ে এরকম অপপ্রচারমূলক মন্তব্য করায় কঠোর ব্যবস্থা নিতে চলেছেন মহম্মদ সেলিম।
পেট্রোপন্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গতকাল ভারত বনধের ডাক দেয় কংগ্রেস। বনধকে সম্পূর্ণভাবে সমর্থন জানায় সিপিআইএম। এরপরেই গতকাল বিজেপি নেতা সম্বিত পাত্র বলেন, মহম্মদ সেলিম আসলে পাকিস্তানি। কোনো ভারতীয় নাগরিকের উদ্দেশ্যে এই ধরণের অপপ্রচার শুধুমাত্র অন্যায়ই নয়, গর্হিত অপরাধ, বলেন সেলিম। নজরবন্দিকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি বলেন, এটা নতুন কোনো ঘটনা নয়। উগ্র ধর্মবাদ এবং উগ্র রাষ্ট্রবাদের নামে বিজেপি এর আগেও বিভাজন সৃষ্টি করার চেষ্টা করেছে। "গতকাল ভারত বনধের দিনে মূলত ভয়ে পাগল হয়ে গেছে বিজেপি। রাজ্য তথা গোটা দেশ জুড়ে বনধের যে প্রভাব পড়েছে তা দেখে ঘাবরে গিয়ে আসল বিষয় থেকে মানুষের দৃষ্টি ঘোরাতেই এই ধরণের অশালীন মন্তব্য করেন ওই বিজেপি নেতা", বলেন সেলিম। তিনি বলেন, "এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এরকম অপরাধ করে ওই বিজেপি নেতা যাতে কোনোভাবেই খোলা রাস্তায় ঘুরে বেরাতে না পারে সেইরকম আইনি ব্যবস্থা নেওয়া হবে।" জাতি-ভাষা-ধর্মকে ইস্যু করে বিভেদের নোংরা রাজনীতি করতে অভ্যস্ত বিজেপি। নিজের নাগরিকত্ব নিয়ে ভীষনই সংবেদনশীল এবং স্পর্শকাতর তিনি, জানিয়েছেন সাংসদ সেলিম। এর আগে ২০০৮ সালেও একটি টিভি চ্যানেলে তাঁকে পাকিস্তানি বলা হয়। তখনও তিনি আইনানুগ ব্যবস্থা নিয়েছিলেন, সেই বক্তব্যকারি আজও জামিনে আছেন। এবারও আইনি পথে হেঁটেই সম্বিত পাত্রের শাস্তির ব্যবস্থা করা হবে, বলেন তিনি। তবে মূল আন্দোলন থেকে কখনোই সরে আসবে না সিপিআইএম। আইনি পথে চলবে এই লড়াই। সেই সাথে মানুষের জন্য, সাধারণ মানুষের ভাতের জন্য জারি থাকবে শ্রমজীবী দলের লড়াই, স্পষ্ট করে দেন বাম নেতা মহম্মদ সেলিম।
DESCRIPTION OF IMAGE

No comments

Theme images by sndr. Powered by Blogger.