নানা কে নিয়ে ফের বিস্ফোরক তনুশ্রী।
নজরবন্দি ব্যুরোঃ এই মুহূর্তে বলিউডে বিতর্কের ঝড় তুলেছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে তিনি যৌন হেনস্থার অভিযোগে ফের একবার সরব হয়ে, ক্রমেই বিস্ফোরক হয়ে উঠছেন অভিনেত্রী।
কিছুদিন আগেই নানা পাটেকর জানান , তনুশ্রীর অভিযোগ ঘিরে অভিনেত্রীর কাছে আইনি চিঠি পাঠাচ্ছেন তিনি । এরপর ফের সরব হন তনুশ্রী।
সাম্প্রতিক এক সাক্ষাত্কারে তনুশ্রী জানিয়েছেন, 'নানা পাটেকারের জন্য আমার পুরো কেরিয়ার শেষ হয়ে গিয়েছে। আমি ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়েছি ওঁর জন্য, আমি কিছুতেই চুপ করে থাকব না। আমি কোনও আইনি নোটিস তাঁর কাছ থেকে পাইনি। আমি অপেক্ষা করে রয়েছি এটার জন্য।'