Header Ads

‘কুছ কুছ হোতা হ্যায়’-এর সিক্যুয়েল? কি বললেন পরিচালক করণ জোহর।

নজরবন্দি ব্যুরোঃ ১৯৯৮-এর  ছবিকুছ কুছ হোতা হ্যায় কলেজ প্রেম-বন্ধুত্ব-বিরহের পারফেক্ট মেলবন্ধন ।সেই সময় ছবিটি    শুধু একটা সিনেমা নয় একটা জ দুদশক কাটিয়েওযুগ বলা যায়। সেই সিনেমার নস্ট্যালজিয়া আজও একটুও কমেনি।
করণ জোহরের পরিচালনায় প্রথম ছবি  ব্লকবাস্টার হিট হয়েছিল শাহরুখ-কাজল আর রানির এই জুটি ফের কী সেই ম্যাজিক ফিরবে পর্দায় ? এখনই সে সম্বন্ধে কোনও নিশ্চিত খবর নেই কিন্তু কুছ কুছ হোতা হ্যায় ’-এর জিগির তুলেছেন করন নিজে। সম্প্রতি নিজের রেডিও শো-তে করণ বলেন, এখন যদিকুছ কুছ হোতা হ্যায় তৈরি হত তাহলে তিনি রণবীর-আলিয়া আর জাহ্নবী কাপুরকে নিতেন তাঁর সিনেমায়

করন আরও বলেন ‘‘‘কুছ কুছ হোতা হ্যায়যখন করি তখন আমি ২৪ এখন যদিকুছ কুছ হোতা হ্যায়বাকভি খুশি কভি গমদেখতে বসি ভাবি কী করে, কোন অবস্থায়, কী ভেবে আমি এরকম একটা গল্প লিখতে পেরেছিলাম ভাবলে অবাক হয়ে যাই তাই আবার কি তৈরি হবে সেই ছবির সিক্যুয়েল?
Theme images by caracterdesign. Powered by Blogger.