পাঁচ বছর বয়স থেকে অ্যাস্থমায় আক্রান্ত তিনি, জানালেন প্রিয়াঙ্কা।
নজরবন্দি ব্যুরোঃ তাঁর যখন পাঁচ বছর বয়স, তখন জানতে পারেন অ্যাস্থমা হয়েছে তাঁর, জানালেন প্রিয়াঙ্কা চোপরা। সম্প্রতি অ্যাস্থমা রোগীদের নিয়ে একটি ক্যাম্পেন হয়, যার নাম #BerokZindegi। সেখানেই তিনি একথা জানান।
নিজের অ্যাস্থমার কথা টুইট করে প্রিয়াঙ্কা লেখেন, যারা আমাকে চেনেন তারা জানেন যে আমি অ্যাস্থমার রোগী। এতে লুকোনোর কি আছে? অ্যাস্থমা আমাকে কন্ট্রোল করার আগেই আমি তাকে কন্ট্রোল করবো। ইনহেলার নিয়েছি। আমার লক্ষ্যে পৌঁছনোর বাধা হতে পারবেনা অ্যাস্থমা। ক্যাম্পেনে অ্যাস্থমা রোগীদের মনোবল বাড়ান প্রিয়াঙ্কা। প্রসঙ্গত, ২০০৮ সাল থেকেই UNICEF এর হয়ে পিছিয়ে পড়া শিশুদের হয়ে প্রচার করছেন প্রিয়াঙ্কা চোপড়া।
নিজের অ্যাস্থমার কথা টুইট করে প্রিয়াঙ্কা লেখেন, যারা আমাকে চেনেন তারা জানেন যে আমি অ্যাস্থমার রোগী। এতে লুকোনোর কি আছে? অ্যাস্থমা আমাকে কন্ট্রোল করার আগেই আমি তাকে কন্ট্রোল করবো। ইনহেলার নিয়েছি। আমার লক্ষ্যে পৌঁছনোর বাধা হতে পারবেনা অ্যাস্থমা। ক্যাম্পেনে অ্যাস্থমা রোগীদের মনোবল বাড়ান প্রিয়াঙ্কা। প্রসঙ্গত, ২০০৮ সাল থেকেই UNICEF এর হয়ে পিছিয়ে পড়া শিশুদের হয়ে প্রচার করছেন প্রিয়াঙ্কা চোপড়া।
No comments