Header Ads

DESCRIPTION OF IMAGE

কর্মস্থলে ঘটা যৌন হেনস্থা। কি বললেন অভিনেত্রী রাধিকা আপ্তে?


নজরবন্দি ব্যুরোঃ হলিউডের পাশাপাশি MeToo movement-এর টেউ এসেছে আরব সাগরের তীরেও কর্মস্থলে ঘটা যৌন হেনস্থার ঘটনা নিয়ে মুখ খুলেছেনঅভিনেত্রী রাধিকা আপ্তে।
রাধিকার কথায়, শুধু মহিলারাই নয়, এক্ষেত্রে পুরুষদেরও বিষয়টি নিয়ে মুখ খোলা দরকার,আর তাহলেই কাস্টিং কাউচের ঘটনা আটকানো যাবে নিজের ভয়ানক এক অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি রাধিকার কথায় ''সম্প্রতি আমার সঙ্গে একটা ঘটনা ঘটেছে

শ্যুটিং সেরে আমি আমার ঘরে ফেরার জন্য লিফটে উঠছি, সেসময় সেই লিফটে আরও এক ব্যক্তি উঠেছিল ওই ব্যক্তিও আমার সঙ্গে একই ফিল্মে কাজ করছিল, তবে আমাদের মধ্যে তেমন কথা হয়, আসলে কথা বলার প্রয়োজন পড়েনি লিফটে হঠাৎই ওই ব্যক্তি আমায় বলল, আমার জানার দরকার রাতে কী কোনওভাবে আমাকে তোমার প্রয়োজন হতে পারে? মধ্যরাতে এসে আমি তোমার পিঠে হাত বুলিয়ে দিতে পারি''

No comments

Theme images by sndr. Powered by Blogger.