Header Ads

পুলিশের গুলিতে আহত আন্দোলন কারীদের দেখতে হসপিটালে সেলিম।নজরবন্দি ব্যুরো: ইসলামপুরে পুলিশের গুলিতে আহত ছাত্রদের দেখতে হসপিটালে পৌঁছলেন বাম সাংসদ মহঃ সেলিম।


প্রসঙ্গত, শিক্ষক
নিয়োগকে কেন্দ্র করে উত্তেজনা। এই ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাঁড়িভিট স্কুলে। পুলিশের সঙ্গে পড়ুয়াদের সংঘর্ষে মৃত্যু হয়েছে এক প্রাক্তন ছাত্রের। আহত হয়ে হয়েছেন মোট আট।

 কিছুদিন আগেই ওই স্কুলে তিন জন নতুন শিক্ষক নিয়োগ করা হয়।  কিন্তু ওই স্কুলের পড়ুয়াদের দাবি, স্কুলে একাধিক বিষয়ের শিক্ষকের চাহিদা থাকলেও শুধু মাত্র উর্দু বিভাগে তিন জনকে নিয়োগ করা হয়। এই অভিযোগকে কেন্দ্র করে স্কুলের পড়ুয়ারা আন্দোলনে নামেন। তাদের সঙ্গে যোগ দেয় বেশ কয়েক জন প্রাক্তন ছাত্র ও গ্রামের সাধারণ বাসিন্দারা।
আজ তিন শিক্ষককে নিয়ে স্কুলে ঢুকতে যায় প্রশাসনের কর্তারা। সেখানে তাদের প্রবল বাধার সম্মুখীন হতে হয়। অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়েন এক পড়ুয়া। ইটের আঘাতে মাথা ফাটে এক পুলিশের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রবার বুলেট, পরে  কাঁদানে গ্যাস ছোড়ে। রাজেশ সরকার নামে এক প্রাক্তনীর মৃত্যু হয়। এই ঘটনায় দায় পুলিশের উপর চাপিয়েছেন এলাকার জনগন। 
Loading...

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.