Header Ads

শ্রীদেবির স্মরণে এবার মূর্তি স্থাপন হবে সুইৎজারল্যান্ডে।

নজরবন্দি ব্যুরোঃ অকস্মাৎ এক দুর্ঘটনায় চলে গিয়েছেন হিন্দি ছবির অন্যতম জনপ্রিয় নায়িকা শ্রীদেবি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছিল সেই সময়৷ তিনি আজও বেঁচে রয়েছেন ভক্তদের হৃদয়ে। শ্রীদেবিকে স্মরণীয় করে রাখতে তাঁর মূর্তি স্থাপনের কথা জানালো সুইৎজারল্যান্ড সরকার। সুইৎজারল্যান্ড পর্যটন বিভাগ সূত্রে খবর, আল্পসে স্থাপন করা হবে শ্রীদেবির মূর্তি। এখানেই অধিকাংশ বলিউডি ছবির শুটিং করা হয়। ভারতের সঙ্গে আত্মীয়তা বাড়াতেই এই বিশেষ উদ্যোগ সুইৎজারল্যান্ড সরকারের। প্রসঙ্গত, এর আগে পরিচালক যশ চোপড়ার মূর্তি স্থাপন করা হয় সুইৎজারল্যান্ডের ইন্টারলোকেশনে।
Loading...
DESCRIPTION OF IMAGE

No comments

Theme images by sndr. Powered by Blogger.