Header Ads

সমকামীদের সিপিআই(এম) এর সদস্যপদ পাওয়া নিয়ে কি বললেন সুজন?নজরবন্দি ব্যুরো: বেহালায় থাকেন গৌরব ঘোষ একজন সমকামী, সেই জন্য কি সিপি আই(এম) এর সদস্য পদ পেতে তার অসুবিধে হচ্ছে?
এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিধায়ক সুজন চক্রবর্তী এক সংবাদমাধ্যমকে বলেন, “সিপি আই(এম) কাকে সদস্য পদ দেবে না দেবে সেটা কিসংবাদ মাধ্যম ঠিক করে দেবে? এত খবর আছে, পেট্রোলের দাম বাড়ছে কই সেইসব নিয়ে তো আপনাদের কোনও অভিযোগ নেই।”

এরপরে সুজন-বাবু বলেন গৌরব আমাদের পুরনো এসএফআই কর্মী। জেএনইউ বিশ্ববিদ্যালয়ে এসএফআইয়ের হয়ে নির্বাচনও লড়েছে সে। এই বিষয়টির উল্লেখ্য করে সুজন-বাবু বলেন, “কই আপনারা তো বলছেন না যে গৌরব এসএফআইয়ের হয়ে নির্বাচন আগেই লড়েছে। এটাই তো প্রমাণ করে সমকামী বা এরকম কোনও বিষয়ের উপর সিপিআই(এম)র সদস্যপদ নির্ভর করে না। যেটা নিয়ে আমাদের প্রশংসা পাওয়া উচিৎ ছিল, সেটাকে আপনারা নেগেটিভ করে দেখাচ্ছেন।”
Theme images by caracterdesign. Powered by Blogger.