Header Ads

DESCRIPTION OF IMAGE

ধর্ষণের অভিযোগে জাতীয় দল থেকে বাদ পড়লেন রোনাল্ডো!নজরবন্দি ব্যুরো: পর্তুগাল দল থেকে বাদ রোনাল্ডো! এই খবরে  ফুটবল দুনিয়ায় জোর আলোচনা চলছে। মাথার উপর ঝুলছে ধর্ষণের অপবাদ।
  তার মধ্যেই এবার পর্তুগাল দল থেকে বাদ পড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডা। অক্টোবরে পোল্যান্ডের বিরুদ্ধে উয়েফা নেশনস লিগের দ্বিতীয় ম্যাচে ও স্কটল্যান্ডের বিরুদ্ধে একটি ফ্রেন্ডলি ম্যাচের দলে নাম নেই এই তারকা ফুটবলারের। পর্তুগাল কোচ স্যান্তোস রোনাল্ডোর জাতীয় দল থেকে বাদ পড়া নিয়ে জানিয়েছেন, ‘এটি তাঁর, রোনাল্ডো এবং পর্তুগাল সকার ফেডারেশন প্রধানের সম্মিলিত ভাবে গৃহীত সিদ্ধান্ত।’


Theme images by sndr. Powered by Blogger.