Header Ads

DESCRIPTION OF IMAGE

যৌন হেনস্থা নিয়ে এবার নিজের অভিজ্ঞতার কথা জানালেন অদিতি।


নজরবন্দি ব্যুরোঃ  নানা-তনুশ্রী কাণ্ডের পর এবার বলিউডের এক অচেনা অধ্যায় নিয়ে মুখ খুললেন অভিনেত্রী অদিতি রাও হয়দরি।
 অদিতি জানান, 'আমার একটা খারাপ অভিজ্ঞতা হয়েছিল। আর তারপর আমি ৩টে ফিল্ম থেকে বেরিয়ে আসি। আমি তখন নতুন ছিলাম। তবে এমনভাবে আমি বড় হয়েছি যে, আমি জানি কীভাবে নিজের সম্মান বজায় রেখে এগোতে হবে। যেখানে আমার সম্মানের সঙ্গে সমঝোতা করতে হয়, সেখানে আমি যেকোনও ফিল্মের সুযোগও ছেড়ে দিয়ে থাকি।'


অদিতি বলছেন, শুধু ফিল্ম ইন্ডাস্ট্রিতে নয়, যেকোনও জায়গাতেই এই ধরনের সমস্যা আসতে পারে। যেখানে বিভিন্ন ধরনের মানসিকতার মানুষ পাওয়া যাবে। তাঁদের মধ্যে কেউ যেমন মহিলা আসক্তিতে ভোগেন, তেমনই আবার অনেকে ভদ্রও হয়ে থাকেন। অদিতির দাবি, এরকম এক পুরুষতান্ত্রিক সমাজে চলাটা খুবই কঠিন।


Theme images by sndr. Powered by Blogger.