Header Ads

যত কাণ্ড বলিউডে! এবার অভিনেতা অলোক নাথের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করলেন লেখিকা ও পরিচালক বিনতা নন্দা।


নজরবন্দি ব্যুরোঃ নানা-তনুশ্রী কাণ্ডে যখন তোলপাড় বলিউড, ঠিক তখনি আরও এক ধর্ষণের অভিযোগ এল বি-টাউনে।
এবার অলোক নাথের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠল। প্রায় ২০ বছর আগে লেখিকা ও পরিচালক বিনতা নন্দাকে অলোক নাথ ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। বিনতা নন্দার অভিযোগের প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়া জুড়ে অলোক নাথের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে। ঘটনার প্রেক্ষিতে সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশন বা সিন্টা অলোক নাথকে শো কজ -এর নোটিস পাঠাতে চলেছে। সিন্টার সদস্য অভিনেতা সুশান্ত সিং একথা এদিন সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন।


সুশান্ত সিং জানিয়েছেন, তাঁদের তরফে বিন্তাকে সম্পূর্ণ সমর্থন জানানো হবে। উল্লেখ্য, এর আগে ২০০৮ সালে নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ সিন্টার কাছে জানান অভিনেত্রী তনুশ্রী দত্ত। সেই সময়ে উপযুক্ত ব্যবস্থা না নেওয়ার অভিযোগ উঠেছে সিন্টার বিরুদ্ধে। ক্রমাগত সমালোচনার মুখে পড়ায়। অলোক নাথের ঘটনাটি সামনে আসায় তড়িঘড়ি ব্যবস্থা নেয় 'সিন্টা' ।Loading...
lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.